আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামে জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলগাছি ইউনিয়ন শাখার আয়োজনে জামায়াদেতর সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফরিদপুর গ্রামের দোয়ারপাড়ায় জামে মসজিদে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়।
দোয়াড়পাড়া ১ নং ওয়ার্ড জামায়াতের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন বেলগাছি ইউনিয়ন আমীর আমান উদ্দীন, সহ-সভাপতি মাওলানা শহিদুল হক। সাধারন সভায় বেলগাছী ইউনিয়নের সহকারি সেক্রেটারি আব্দুল জব্বারের উপস্থাপনা উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি ইব্রাহিমসহ কর্মী ও সহযোগী সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলাম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শাসক না হয়ে সেবক হবেন। তিনি আরো বলেন আমাদের সবার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে সুন্দরভাবে গঠন ও পরিচালনার জন্য যোগ্য লোক তৈরি করা। আল-কুরআনের আইনই পারে সৎ যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব উপহার দিতে।
সভার শেষে অসহায় দুস্থ মহিলার জন্য শীতবস্ত্র উপহার দেওয়া হয়।