১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার সকল ইউনিয়নের গ্রাম পুলিশদের সাথে আইন শৃঙ্খলাসহ নানা বিষয়ে আলোচনা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১২, ২০২৪
53
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা থানা পুলিশ আয়োজনে সকল ইউনিয়নের গ্রাম পুলিশদের সাথে আইন শৃঙ্খলা, মাদক ও বাল্য বিয়েসহ সামাজিক নানা বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর দুপুরে আলমডাঙ্গা থানা চত্তরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গ্রাম পুলিশদের যে সকল দায়িত্ব রয়েছে তা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়।


আলোচনা সভায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আনিসুজ্জামান লালন। এতিনি বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশেরও ভ‚মিকা রয়েছে। তারা গ্রাম এলাকায় সুতীখœ দৃষ্টি রেখে অপরাধীদেও সনাক্ত করে তাদের গ্রেফতারে পুলিশকে যথাসাধ্য সহযোগীতা করে থাকেন। গ্রাম এলাকায় খারাপ চরিত্রের লোকেদের গতিবিধি লক্ষ্য করেন এবং মাঝে মাঝে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। পাশের এলাকা থেকে আগত কোন সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি সম্পর্কেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। সমাজ উন্নয়নে তাদের অবদান রয়েছে।


আলমডাঙ্গা থানার অর্ফিসার ইনচার্জ বলেন, মাদক ও বাল্যবিয়ে সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধি দূর করতে প্রয়োজন সামাজিক আন্দোলন। এই সামাজিক ব্যাধি সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে। সমাজ থেকে এই ব্যাধির মূলোৎপাটন করতে হবে। আপনাদের সহযোগীতা ছাড়া সমাজ থেকে কোন প্রকার অপরাধ নির্মুল করা যাবে না।


আলোচনাকালে উপজেলার ১৫টি ইউনিয়নের সকল গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram