আলমডাঙ্গা গন ত্রাণ কমিটির পক্ষ থেকে শীতের কাপড় বিতরণ কার্যক্রম এর উদ্ভোধন
আলমডাঙ্গা গন ত্রাণ কমিটির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতের কাপড় বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আলমডাঙ্গা গন ত্রাণ কমিটির সেবামূলক কাজের অংশ হিসাবে আলমডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলে ও পৌর শহরে কমিটির পক্ষ থেকে কলম্ব, চাদর, শীতের জ্যাকেট, শিশুদের পোষাক বিতরন শুরু করেছে গন ত্রাণ কমিটি সমন্বয়ক ও স্বেচ্ছাসেবক গন।
প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কমিটির প্রতিনিধিগন ছিন্নমূল মানুষের কাছে পৌঁছে দিচ্ছে শীতের কাপড়। গতকাল আলমডাঙ্গা হাউস পুর এলাকার হঠাৎ পাড়ায় দুস্ত বয়স্ক মহিলাদের মাঝে শীতের চাদর বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা গন ত্রাণ কমিটির সমন্বয়ক বিশিষ্ট সাংবাদিক রহমান মুকুল, সমন্বয়ক ডা. আব্দুল্লাহ আল মামুন, সমন্বয়ক শরিফুল পিন্টু, উই ফর অল আলমডাঙ্গা শাখার সভাপতি খন্দকার রাকিবুল ইসলাম প্রমুখ। গন ত্রাণ কমিটির কার্যক্রম সপ্তাহ ব্যাপী চলমান থাকবে। উল্লেখ্য গত আগষ্টের দেশের দক্ষিণ পূর্ব এলাকায় আকস্মিক বন্যায় গত আলমডাঙ্গা গন ত্রাণ কমিটি প্রায় ২ কোটি টাকার সাহায্য করে ব্যাপক প্রসংশা অর্জন করে।