খাসকররা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ডিসেম্বর মাসের সাংগঠনিক বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামী খাসকররা ইউনিয়ন শাখার উদ্যোগে খাসকররা ইউনিয়নের ডিসেম্বর মাসের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার সকালে খাসকররায় ডিসেম্বর মাসের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক অনুষ্ঠানে খাসকররা ইউনিয়ন সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি আঃ মান্নান, সহ সভাপতি ছমিরুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি আঃ রশীদ, তারবিয়্যাত বিভাগের সভাপতি মাওলানা মতিউর রহমান।
খাসকররা ইউনিয়ন শাখার সেক্রেটারী মিজানুর রহমান বকুলের উপস্থাপনায় ওয়ার্ড সভাপতি সেক্রেটারী ও বায়তুলমালগন উপস্থিত ছিলেন। উক্ত সভায় উপজেলা মেহমান ওয়ার্ড রিপোর্ট কিভাবে করেতে হয় তা বুঝিয়ে দেন এবং প্রত্যেক ওয়ার্ড থেকে ২ জন সুধী ৪ জন কর্মী ৫ জন সহযোগী তৈরীর নির্দেশ দেন।