আলমডাঙ্গায় ২০২৪-২০২৫ অর্থ বছরে অভ্যন্তরিন আমন সংগ্রহের শুভ উদ্বোধন
আলমডাঙ্গায় ২০২৪-২০২৫ অর্থ বছরে অভ্যন্তরিন আমন সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে আমন সংগ্রহের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি বাড়িতে গিয়ে ধান ক্রয়ের ব্যবস্থা থাকা দরকার। প্রত্যেক কৃষক সরাসরি ধান খাদ্যগুদামে সরবরাহ করতে পারবেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা মিলচাতাল মালিক সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ক্যাপ, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল আলিম, সিরাজ এগ্রো অটোমিল ব্যবসায়ী মনিরুজ্জামান পিন্টু, আব্দুল্লাহ আল মামুন, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন লালন, উপজেলা যুবদলেল যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, প্রিন্স প্রমুখ।
চলতি ২০২৪/২৫ অর্থ বছরে প্রতি কেজি ৩৩ টাকা দরে মোট ১ হাজার ২শ ৪৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া মিলারদের নিকট থেকে প্রতি কেজি ৪৭ টাকা দরে মোট ৫ শ ২৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।