২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীনগর-নারায়ণপুরের শাহ্ সুফি হযরত আব্দুল গণি শাহ্ ওয়াইস(রঃ)“র ১৭তম ফাতেহা শরীফ উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৮, ২০২৪
66
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার শ্রীনগর- নারায়ণপুরের শাহ্ সুফি হযরত আব্দুল গণি শাহ্ ওয়াইস(রঃ)“র ১৭তম ফাতেহা শরীফ উদ্বোধন করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ। গতকাল ৭ নভেম্বর শ্রীনগর নারায়ণপুর নিজামীয়া খানকাহ শরীফ প্রাঙ্গনে এ ১৭ তম ফাতেহা শরীফ উদ্বোধন উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধক চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারন সম্পাদক বলেন, আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকারের অনেক সুবিধাবাদী এই সরকারকে ডিসটার্ব ও উৎখাতের ষড়যন্ত্র এখনও করে যাচ্ছে। তারা বিভিন্ন বেশে দেশে অরাজকতার পরিকল্পনা করছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর পায়তারা করছে। তিনি বলেন,দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে কোন ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র সফল হবে না।

তিনি বলেন, আপনাদের এলাকায় এই মাজার। এই মাজারের প্রধান নিরাপত্তার দায়িত্ব আপনাদের। আপনাদের অনেক ভক্ত অনুরাগী রয়েছে। মাজারে ভারত থেকে আগত অনেক ভক্ত অনুরাগীর নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমি শুসেছি এখানে বেশকিছু ভক্ত ভারত থেকে এসেছেন। তাদের যথাযথ নিরাপত্তা ও সম্মান আমাদের দিতে হবে। তাদেরকে সম্মানিত করলে আলমডাঙ্গা তথা চুয়াডাঙ্গা জেলা সম্মানিত হবে। এব্যাপারে তিনি স্থানীয় মাজার ব্যাবস্থাপক ও মঞ্চে উপস্থিত আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানকে অনুরোধ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি ও শ্রীনগর নারায়নপুর নিজামীয়া খানকাহ শরীফের নতুন সভাপতি আলম শাহ্'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, কেন্দ্রীয় যুবদল সাবেক সদস্য এমদাদুল হক ডাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জীবননগর পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহাজান আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান।

শ্রীনগর নারায়নপুর নিজামীয়া খানকাহ শরীফের সাধারন সম্পাদক খোয়াজ আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সভাপতি সেলিমুল হাবীব সেলিম, আলমডাঙ্গা পৌর বিএনপির সহসাধারন সম্পাদক আসিফ আল নুর তামিম, মহাবুল হক মাস্টার, মকলেছুর রহমান মিলন, পৌর বিএনপির সাংগঠনিক রাশিদুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ মো: রাজিব খাঁন, জেলা যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক আমান উল্লাহ আমান, জামজামি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পলাশ আহমেদ, যুগ্ম সম্পাদক এসএম নাজমুল হক মিল্টন, খাসকররা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার আলী, বেলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক কামাল হোসেন, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন লালন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন মোল্লা, সদস্য সচিব সাইফুদ্দিন আহমেদ কনক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, হাফিজুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল কাদের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ রাজিব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram