১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৭, ২০২৪
67
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা লাইলা কনভেনশন সেন্টারে ৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।

নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ব্যাংকার সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় আলমডাঙ্গা পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যাক্তিগতবর্গ উপস্থিত ছিলেন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা স্বাস্থ্য ও প, প, কর্মকর্তা আলহাজ্ব ডা. লিয়াকত আলী, সাবেক বনিক সমিতির সভাপতি মকবুল হোসেন, হাজী শমসের আলী মল্লিক, সাবেক স্টেশন মাস্টার শামসুল হক টুকু, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রহমান সিঞ্জুল, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, মুফতি সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, প্রভাষক আব্দুল হাই, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, ফিরোজ ইফতেখার, বিশিষ্ট ব্যবসায়ী ওলিউল্লাহ খান, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, বিশিষ্ট সমাজসেবক মীর শফিকুল ইসলাম, অ্যাড. শফিউল আলম মিলন, যুব সংগঠক সুলতানুল আরেফিন তাইফু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলফাজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল কুমার বিশ্বাস, সাবেক পুলিশ কর্মকর্তা আক্কাস আলী, সহকারী অধ্যাপক আল মামুন রেজা, শামসুজ্জোহা সাবু, বিশিষ্ট ব্যাবসায়ী মামুনুর রশিদ মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এন এইচ শাওন, আয়ুব আলী, সাবেক শহিদুল ইসলাম, ক্রীড়া সংগঠক হাসান রেজা মুন্না, আয়কর আইনজীবী শফিউল হাসান মিলন, চুয়াডাঙ্গা জজ কোর্টের পিপি অ্যাড ইকরামুল হক, প্রভাষক এ কে এম রাজিউজ্জামান রাজ, ক্রীড়া ব্যাক্তিত্ব খ. রাকিবুল ইসলাম রিয়েল, আর্কিটেক ফয়সাল আহমেদ লিমন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল, ব্যবসায়ী দিলীপ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আজাদ প্রমুখ। সভার সার্বিক তত্বাবধানে ছিলেন সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু ও সাজ্জাদ হোসেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram