বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অক্টোবর মাস কর্মী বৃদ্ধির মাস উপলক্ষে সেরা থানা শাখার পুরষ্কার বিতরণ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে অক্টোবর মাস কর্মী বৃদ্ধির মাস উপলক্ষে সেরা থানা শাখার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ৪ মাইলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলার ১৩ টি সাংগঠনিক থানার মধ্যে ১ম স্থান স্থান অর্জন করেছেন "দামুড়হুদা থানা শাখা, ২য় স্থান অর্জন করেছেন আলমডাঙ্গার "হারদি কলেজ শাখা" ও ৩য় স্থান অর্জন করেছেন "সদর পশ্চিম থানা শাখা।"
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ছাত্রশিবিরের সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাগর আহমেদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক আমিরুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মোতালেব হোসেন, জেলা সাহিত্য সম্পাদক বায়েজিদ বোস্তামীসহ ১৩ টি সাংগঠনিক থানা শাখার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন বলেন, দেশ ও জাতির কল্যাণের জন্য আমরা একজন গঠন করতে চাই। আর সেই কর্মী দিয়ে বাংলাদেশটাকে সাজাতে চাই। আমাদের কর্মী দ্বারা বাংলাদেশের কোন ক্ষতি হবে না এটা আমরা বিশ্বাস করি। ছাত্রশিবির প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের কর্মী দ্বারা আমরা এ দাওয়াত পৌঁছে দেব। সকল বাঁধাকে মাড়িয়ে আল্লাহর দ্বীনের কাজ করাটাই আমাদের লক্ষ্য। তাই আমরা বলতে চাই আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো ইনশাআল্লাহ।