১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা উপজেলায় ১ হাজার ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধান বীজ বিতরণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৬, ২০২৪
55
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা উপজেলায় ১ হাজার ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধান বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রণোদনা কর্মসুচির আওতায় রবি/২০২৪-২০২৫ মৌসুমে বোরো ধান(হাইব্রিড জাত) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরন করা হয়। ৫ ডিসেম্বর আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস চত্তরে এ বীজ বিতরণ উদ্বোধন করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম মাহমুদুল হক, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সটেক্টর জামাল হোসেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা উদয় রহমান।

উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রফিকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা আকরাম হোসেন, উদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা খবিরুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, আল হেলাল উদ্দিন, মতিয়ার রহমান, শাহিন আলম, নাজমুল হোসেন, জাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকবৃন্দ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram