ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্তরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের স্লোগানে আলমডাঙ্গা শহর প্রকম্পিত হয়ে উঠে। ছাত্রদলের নেতাকর্মিরা বিক্ষোভে মিছিলে স্লোগান দেন 'দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দিল্লির আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলা কেন? নরেন্দ্র মোদি জবাব চাই!!
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাওন আহমেদের সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল, যুগ্ন আহবায়ক মাসুদ, পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসনাত রিংকু, সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়, কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক টিপু সুলতান। কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজ আহমেদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বেলগাছী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শালেক মাহমুদ নীরব, ০১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাইফ মাহমুদ, ০৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ, কলেজ ছাত্রদল নেতা ওয়াশিকুর রহমান তুষার, কাজল রহমান, রাকিব হাসান জীবন, শিশির আহমেদ, রোহান আহমেদ প্রমুখ।