আলমডাঙ্গায়৫শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ গভীর রাতে আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কে অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার দিনগত গভীর রাতে কুষ্টিয়া দিক থেকে আসা একটি মোটরসাইকেলের গতি রোধ করতে তারা পালানো চেষ্টা করে। পরে ডম্বলপুর গ্রামের সিরাজুলের বাড়ির সামনে থেকে তাদের দুজনকে গ্রেফতার করে।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ী গ্রামের রমজান আলীর ছেলে রায়হান উদ্দিন(২৫) ও একই গ্রামের বকুল হোসেনের ছেলে আকাশ আলী(১৯) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তারা পুলিশরে নজর এড়িয়ে মোটরসাইকেল যোগে গভীর রাতে মাদক নিয়ে যাওয়া আসা করে। ৩ ডিসেম্বর দিনগত গভীর রাতে কুষ্টিয়া এলাকা থেকে মাদক নিয়ে চুয়াডাঙ্গায় ফিরছিলেন।
আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কের আলমডাঙ্গা সীমানায় রাতের টহল পুলিশ দ্রæতগতিতে মোটরসাইকেল আসতে দেখে থামানোর জন্য বলে। রায়হান ও আকাশ পুলিশ দেখে তাদের মোটরসাইকেল নিয়ে ডম্বলপুর গ্রামের দিকে পালানোর চেষ্টা করে। এসময় আলমডাঙ্গা থানার এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের দুজনকে আটক করে। আটকের পর তাদের ব্যবহৃত এফ.জেড ভার্সন-১ মোটরসাইকেল থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।