১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় বিক্ষোভ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৫, ২০২৪
49
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আলমডাঙ্গার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ৪ ডিসেম্বর বুধবার দুপুর ১২টার সময় আলমডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলিফ উদ্দিন সড়ক (আল তায়েবা) মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, দিল্লি না ঢাকা, ঢাকা,ঢাকা' ‘আমার দেশের অপমান, সইবে না রে জনগণ’, ‘ভারতের দাদাগিরি, চলবে না চলবে না’,, ‘ভারতের তাল বাহানা, এই বাংলায় চলবে না’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, দাঙ্গাবাজের ঠাঁই নাই’, ‘দূতাবাসে হামলা কেন, জবাব চাই জবাব চাই, ইত্যাদি ¯েøাগান দেন।

সমাবেশে আলমডাঙ্গার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলাদেশের দূতাবাসে ভারতের উগ্রবাদী সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে আমরা তার তীব্রনিন্দা জানান।

তারা স্পষ্ট জেনেভা কনভেনশন ভঙ্গ করেছে। মোদি সরকার যদি অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে সারা পৃথিবীব্যাপী আমরা এর বিরুদ্ধে জনমত গড়ে তুলব। বাংলাদেশে আর ভারতীয় আগ্রাসন চলবে না। মালদ্বীপ যদি ভারতকে বের করে দিতে পারে,এটাও মনে রাখতে হবে বাংলাদেশও অনেক বেশি শক্তিশালী।

আমাদের আন্দোলনটা অহিংস আন্দোলন। আমরা স্পষ্ট বলে দিতে চাই তাদের যে আগ্রাসী মনোভাব সেটা বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram