২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হিফজ প্রতিযোগিতায় আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমির সাফল্য

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৫, ২০২৪
111
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দারুস সুন্নাহ একাডেমির সাফল্য অর্জন। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে থানা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর, বুধবার দারুস সালাম মাদরাসায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমির শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

প্রতিযোগিতায় একাডেমি থেকে ৫ পারা গ্রুপে ৫ জন এবং ১০ পারা গ্রুপে ৩ জনসহ মোট ৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৫ পারা গ্রুপে তামিম আহমেদ প্রথম স্থান অর্জন করেন। মুয়াজ বিল্লাহ তৃতীয় স্থান এবং আবু সালেহ তামিম সপ্তম স্থান অধিকার করেন। ১০ পারা গ্রুপে শুয়াইব সানভী প্রথম স্থান এবং জুনাইদ আল হাবিব পঞ্চম স্থান অধিকার করেন।


দারুস সুন্নাহ একাডেমির শিক্ষার্থীদের এ অসাধারণ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষকগণ তাদের অভিনন্দন জানান এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।


এই অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আলমডাঙ্গা উপজেলায় দারুস সুন্নাহ একাডেমির এই সাফল্য গৌরবের নতুন অধ্যায় রচনা করেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram