হিফজুল কুরআন প্রতিযোগিতায় আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমির সাফল্য
প্রতিনিধি :
ইমদাদুল হক
আপডেট :
ডিসেম্বর ৪, ২০২৪
211
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের থানা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা পর্বে আলমডাঙ্গা উপজেলা শাখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ ডিসেম্বর ২০২৪ খ্রি. বুধবার দারুস সালাম মাদরাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমি থেকে ৫ পারা গ্রুপে ৫ জন ও ১০ পারা গ্রুপে ৩ জন মোট ৮ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫ পারা গ্রুপে অত্র একাডেমির শিক্ষার্থী তামিম আহমেদ প্রথম স্থান, মুয়াজ বিল্লাহ তৃতীয় স্থান ও আবু সালেহ তামিম সপ্তম স্থান অধিকার করে এবং ১০ পারা গ্রুপে শুয়াইব সানভী প্রথম স্থান ও জুনাইদ আল হাবিব পঞ্চম স্থান অধিকার করে। আমরা তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।