নাশকতা মামলায় আওয়ামীলীগ ও প্রজন্মলীগের ৪ নেতা গ্রেফতার
আলমডাঙ্গার খাসকররা ইউনিয়ন আওয়ামী প্রজন্মলীগের সাধারন সম্পাদক ঝন্টু আলীসহ আওয়ামীলীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ২ নভেম্বর রাতে থানা থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে ৩ নভেম্বর সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন - উপজেলা খাসকররা ইউনিয়নের তিওরবিলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইউনিয়ন আওয়ামীলী প্রজন্মলীগের সাধারন সম্পাদক ঝন্টু আলী(৪০), খাসকররা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সক্রিয় সদস্য রামদিয়া গ্রামের সিরাজুল লস্করের ছেলে মিঠু লস্কর(৫০), মৃত ইদ্রিস আলীর ছেলে সেলিম উদ্দিন(৪০) ও নাজের আলীর ছেলে কামরুল ইসলাম(৩২)।
ইতোপূর্বে লক্ষীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসীন আলী বাদী হয়ে ৯ নভেম্বর রাতে ৪২ জনের নাম উল্লেখসহ আরও ৫০/৬০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ২০২৩ সালের ১১ ফেব্রæয়ারি বেলা সাড়ে ৩টায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসুচি থাকায় মহাসিন আলীসহ ৩০/৪০ জন বিএনপি নেতাকর্মি পদযাত্রায় অংশ গ্রহণের জন্য যাচ্ছিলেন। খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের হায়দার মোড়ে পৌঁছলে আওয়ামীলীগের উশৃংখল নেতা-কর্মিরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, মারপিট করে ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। ৫ টি মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, গত বছর কেন্দ্র ঘোষিত পদযাত্রায় অংশ নিতে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।