আলমডাঙ্গা উপজেলা জামায়াতের তিন ইউনিয়ন শাখার নবনির্বাচিত নেতৃত্বের শপথ গ্রহণ অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলার কুমারী, কালিদাসপুর, এবং জামজামি ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত আমির, সেক্রেটারি, এবং সহকারী সেক্রেটারিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বিকেলে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির ও আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক শফিউল আলম বকুল। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এবং চুয়াডাঙ্গা জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক দার”স সালাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেহেদী হাসান আলহাজ্ব, ডাউকি ইউনিয়ন জামায়াতের আমির সজিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা।
আলমডাঙ্গা উপজেলার ইউনিয়ন শাখার ২৫-২৬ সেশনে কালিদাসপুর ইউনিয়নে শপথ বাক্য পাঠ করেন আমির আসাদুল হক, সেক্রেটারি সাদ্দাম হোসেন, সহকারি সেক্রেটারি মিনারুল ইসলাম ও ইফতেখার জাহাঙ্গীর। জামজামি ইউনিয়নের শপথ বাক্য পাঠ করেন আমির ফজলুল হক ও সেক্রেটারি শরিফুল ইসলাম। কুমারি ইউনিয়নে শপথ বাক্য পাঠ করেন আমির আবু বকর সিদ্দিক, সেক্রেটারি আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি আনারুল ইসলাম ও ওবায়দুল্লাহ।
অনুষ্ঠানে অতিথিরা নবনির্বাচিত নেতাদের দায়িত্বশীলতা, আদর্শ, এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের গুর”ত্ব তুলে ধরেন। তারা দেশ, সমাজ এবং জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্র”তির উপর গুর”ত্ব আরোপ করেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন ইউনিয়নের নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল এবং কার্যকর করার অঙ্গীকার করেন।