আলমডাঙ্গা রেল ষ্টেশনের সম্রাজ্ঞী বৃষ্টি গ্রেফতার

আলমডাঙ্গা রেল ষ্টেশনে র্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্ডা সম্রাজ্ঞী বৃষ্টিকে গ্রেফতার করেছে। ২ ডিসেম্বর সোমবার দুপুরে আলমডাঙ্গা রেলষ্টেশন এলাকার বৃষ্টির নিজ বাড়ি হতে ২৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেতার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানাগেছে, আলমডাঙ্গা রেল ষ্টেশনে এক সময় মাদকের অভয়ারন্য ছিল। মাদক সেবীদের অত্যাচারে সাধারন মানুষ ষ্টেশনে যেতে ভয় পেত। মাদক ব্যবসায়ী সাধু ষ্টেশনের উপাশে পুলিশের গুলিতে নিহত হয়। এরপর থেকে বেশ কয়েক বছর ষ্টেশন এলাকা শান্ত ছিল।
৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আলমডাঙ্গাসহ সারাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মতৎপরতা ছিল না। ছিল না পুলিশিং কার্যক্রম। এরই মাধে সক্রিয় হয়ে উঠে মাদক ব্যবসায়ীরা। আলমডাঙ্গা রেল ষ্টেশরে পুরাতন গোডাউন, পাবলিক টয়লেট, রেল ষ্টেশন কামালপুর সড়কে দিনে রাতে শুরু করে মাদক বেচাকেনা।
আলমডাঙ্গা থানায় নতুন অফিসার ইনচার্জ যোগদানে ও র্যাব-১২ সিপিসি-৩ মেরেপুরের নিয়মিত টহলে মাদক ব্যবসা কিছুটা কমেছে। কিন্তু তারা সুযোগ পেলেই মাদক বেচাকেনা শুরু করে। সোমবার দুপুরে র্যাব-১২ মেহেরপুর সিপিসি ৩“র ডিএডি হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা রেল ষ্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় মাদক বেচাকেনা করার সময় পিকু মিয়ার স্ত্রী মাদক সম্রাজ্ঞী বৃষ্টি (২৫)কে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তার বৃষ্টির ঘরের তোষকের নিচ থেকে ২৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। রাতেই বৃষ্টি খাতুনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।












