আলমডাঙ্গায় দিনদুপুরে ব্যাটারি চালিত পাখি ভ্যান ছিনতাই করার সময় যুবককে গণপিটুনি
আলমডাঙ্গার হাউসপুরে দিনদুপুরে ব্যাটারি চালিত পাখি ভ্যান ছিনতাই করার সময় এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। ২৭ নভেম্বর বুধবার বেলা ৩ টার দিকে উপজেলার হাউসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কিশোর মনিরুল ইসলাম (১৪) উপজেলার কুমারী গ্রামের ফারাজী পাড়ার নাজমুল ইসলামের ছেলে। এছাড়া কুমারী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্র।
আটকৃত যুবক জিবন (২৫) উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের শুকুর আলীর ছেলে। বর্তমানে তারা পৌর এলাকার মিয়াপাড়ার বাসিন্দা।
ভুক্তভোগী কিশোর মনিরুল জানায়, বুধবার সকালে তার পিতার ব্যাটারি চালিত পাখি ভ্যান নিয়ে আলমডাঙ্গার পৌর শহরে আসে। সকাল ৮ টার দিকে শহরের হাজি মোড় এলাকা থেকে অভিযুক্ত যুবক জিবন ভ্যান চালক কিশোর মনিরুলকে ৫০০ টাকার ভাড়ার বিনিময়ে হালসায় নিয়ে যায়। পরে ভ্যান চালক মনিরুলকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়াই। একপর্যায়ে অভিযুক্ত যুবক আলমডাঙ্গার হাউসপুরের সাত কপাট নামক এলাকায় নিয়ে যায়।
ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনে নিয়ে দেশীয় অস্ত্র ছুড়ি ধরে ভ্যান কেড়ে নেওয়ার চেষ্টা করে। এসময় মনিরুল কৌশলে ছিনতাইকারীকে হাউসপুর ব্রিজ মোড় এলাকায় নিয়ে আসে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ছিনতাইকারী জিবনকে গণধোলাই দেয়। পরে থানাপুলিশকে জানালে তারা অভিযুক্ত জিবনকে পুলিশের হেফাজতে নেয়।