১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ব্যাঙ্কার সিরাজুল ও সম্পাদক ডা. মামুন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ২৮, ২০২৪
67
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আনুষ্ঠানিকভাবে আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির যাত্রা শুরু হলো। সাবেক ব্যাঙ্কার সিরাজুল ইসলামকে সভাপতি ও ডা. আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটি গঠন উপলক্ষে গত ২৬ নভেম্বর আলমডাঙ্গা লায়লা কনভেনশন সেন্টারে আলমডাঙ্গা প্রবীণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আলমডাঙ্গার উন্নয়নে নাগরিকদের ভূমিকা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ৩৬ সদস্য বিশিষ্ট আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটি গঠন করা হয়।
পরে আগামী ১ সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা সভায় শহরের প্রবীন ব্যাক্তিবর্গ, চিকিৎসক, বিভিন্ন কলেজের প্রভাষক, আইনজীবীসহ সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, ও ছাত্র সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক সভাপতি মকবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ-খ্রীষ্টান পরিষদের নেতা ডাক্তার আমল কুমার, ড.আব্দুর রহমান, সাবেক কমিশনার সিরাজুল ইসলাম, শামসুজ্জোহা সাবু, রহিদুল ইসলাম, প্রভাষক ইদ্রিস খান, প্রভাষক আব্দুল হাই, অ্যাড, রফিকুল ইসলাম, আল মামুন রেজা, আনিচুর রহমান প্রমুখ।


এ সময় আরো উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ হোসাইন টিপু, প্রভাষক এ কে এম ফারুক, মীর আসাদুজ্জামান উজ্জ্বল, অ্যাডভোকট শফিকুল, মোশাররফ হোসেন, সাংবাদিক এন এইচ শাওন, শরিফুল ইসলাম পিন্টু, মামুনুর রশীদ মন্ডল, সাজ্জাদ হোসেন, আনিচুর রহমান, সিরাজুল ইসলাম, মীর রোকনুজ্জামান রোকন প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram