আলমডাঙ্গায় শহিদ বুদ্দিজীবী দিবস ও মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
আলমডাঙ্গায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্দিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) আশীষ কুমার বসু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম মাহমুদুল হক, কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজনীন সুলতানা কনা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএস শাহরিয়ার মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, ইউপি চেয়ারম্যা মিনাজ উদ্দিন, শেখ আশাদুল হক মিকা, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে কামরুজ্জামান কাজল, রাকিব আহমেদ,
আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, এমসবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দীকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আলা উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমি সুপারভাইজার ইমরুল হক, সমাজনেবা অফিসার সাজ্জাদ হোসেন, আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নির্বাচন কর্মকর্তা শেখ মাসুদ বিল্লাহ, উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সটেক্টর জামাল হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আল মামুন, উপজেলা সহকারি যুবউন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ।