১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় তাফসিরুল কোরআন মাহফিল সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ২৭, ২০২৪
61
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় আল আমিন সোসাইটি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ নভেম্বর দুপুর আড়াই টায় আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

সভায় দূর-দুরান্ত থেকে আগত গাড়ি পার্কিং, পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা বসার স্থানসহ নানা বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৬ নভেম্বর মঙ্গলবার বাদ মাগরিব আলমডাঙ্গা পুরাতন কেন্দ্রীয় মসজিদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নায়েবে আমির ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও মানবাধিকার বিষয়ক সম্পাদক শেখ নুর মোহম্মদ হোসাইন টিপু, আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুল, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন। অর্থ সম্পাদক তরিকুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সম্পাদক বিলাল হোসাইন, কালিদাসপুর আমির আশাদুল হক, ডাউকি সজিবুর রহমান, জামজামির আমির ফজলুল হক, উপজেলা প্রচার বিভাগ ও বেলগাছি ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রশিবিরের রবিউল ইসলাম, আল আমিন সোসাইটি হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে প্রধান শিক্ষক হাফেজ জুনায়েদ সিদ্দিক ও সহকারি শিক্ষক আল ইমরান, কালিদাসপুর ইউনিয়ন সেক্রেটারি সাদ্দাম হোসেনসহ বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীলগন।

উক্ত মাহফিলে পুরুষদের বসিবার জন্য আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে এবং মহিলাদের জন্য দারুস সালাম ঈদগাহ ময়দান নির্ধারন করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram