১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ৩ ফার্মেসি মালিক ও নামের আগে ডাক্তার লেখায় একজনকে জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ২৫, ২০২৪
66
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে তিন ফার্মেসি মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি ডাক্তার না হয়েও নামের আগে "ডাক্তার" ব্যবহার করায় একজনকে জরিমানা করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধামে এ অভিযান পরিচালিত হয়।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ জানান, আলমডাঙ্গায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাবুল ফার্মেসি, তাজ ফার্মেসি এবং এম এইচ রবি ফার্মেসিতে অনিয়ম ধরা পড়ে।


বাবুল ফার্মেসির মালিক সাজেদুর রহমান বাবুলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং নিজের নামের আগে "ডাক্তার" লেখার অপরাধে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়। একই স্থানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে তাজ ফার্মেসির মালিক আলফাজ উদ্দিনকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং এম এইচ রবি ফার্মেসির মালিক রবিউল আলমকে একই অপরাধে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা ফার্মেসি মালিকদের সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সহকারী পরিচালক সজল আহমেদ জেনারেল প্রাকটিশিয়ান সাজেদুর রহমান বাবুলকে সতর্ক করে বলেন “গ্রাম্য ডাক্তারের কোর্স করে নিজের নামের আগে ডাক্তার লিখে মানুষকে বিভ্রান্ত করা গুরুতর অপরাধ। ভবিষ্যতে এই নিয়ম লঙ্ঘন করা হলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন পদক্ষেপকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে এবং ফার্মেসিগুলোতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram