আলমডাঙ্গায় নেতাকর্মিদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে আলমডাঙ্গায় নেতাকর্মিদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এই উৎসবের আমেজ ছড়িয়ে দিয়ে প্রতিদিনই আলমডাঙ্গায় চলছে বর্ণাঢ্য মিছিল ও পথসভা। ২২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় পৌরসভার গোবিন্দপুর ও নওদাবন্ডবিল ৬, ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরিফুজ্জামান শরিফের সমর্থনে অনুষ্ঠিত হয়।
বণার্ঢ্য মিছিলটি আলমডাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারতলা মোড় ঘুরে আলিফ উদ্দিন মোড়ে শেষ হয়। সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
পথসভায় পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আসিফ আল নূর তামিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু।
এছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, পৌর বিএনপির সহ-সভাপতি আয়ুব আলী, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সেকেন্দার আলী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক আজম আলী, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত আলী, সাধারন সম্পাদক আলতাফ হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলিম উদ্দিন, সম্পাদক আমিনুল হক নান্নু, সহসাধারন সম্পাদক শরিফুল ইসলাম, বিএনপি নেতা মামুন মোল্লা, হায়দার আলী, আব্দুল মিয়া, জিন্না, হালিম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল, পৌর যুবদলের আহবায়ক আতিক হাসান রিংকুৃ,
আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব আহমেদ রাজু, যুবদল নেতা লিলি, জাইদুল, আব্দুল, রাব্বি, সাবেক পৌর কাউন্সিলর সাইফুল মুন্সি, যুবদলের ৮ নং ওয়ার্ড সভাপতি উজ্জ্বল, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিজভী, ছাত্রদলের শুভ, শাকিল, রুবেল, আকাশ, সেন্টু, লিখন, উজ্জ্বল, সেলিম, মারুফ, শুভ, শান্তসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতা কর্মি।
এই মিছিল ও পথসভায় বিএনপি নেতাকর্মীরা একাত্ম হয়ে তাদের দলীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেন। পুরো শহরে কর্মসূচির মাধ্যমে উদ্দীপনা সৃষ্টি হয় এবং দলীয় নেতা-কর্মীদের মধ্যে সম্মেলন সফল করার ব্যাপারে আশাবাদ দেখা যায়। এই ধরনের কর্মসূচি চুয়াডাঙ্গা জেলা বিএনপির রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।