আলমডাঙ্গা শহরের ফুটপথ ও সড়কে চলমান অবৈধ দখল এবং পার্কিং উচ্ছেদ অভিযান শুরু
আলমডাঙ্গা পৌরসভা ও স্থানীয় জনতার উদ্যোগে শহরের ফুটপথ ও সড়কে চলমান অবৈধ দখল এবং পার্কিং উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা থানা থেকে হাজী মোড় পর্যন্ত ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন আলমডাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম।
অভিযানের খবর পেয়ে ফুটপথ দখল করে ব্যবসা করা দোকানদাররা দ্র”ত তাদের মালামাল সরিয়ে নেন। এ সময় ফুটপথে পার্ক করা মোটরসাইকেলগুলও সরিয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “ফুটপথ দখল করে মালামাল রাখলে বা ব্যবসা পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ফুটপথ দখল করে মোটরসাইকেল পার্কিংও সম্পূর্ণভাবে নিষিদ্ধ।”
তিনি আরও জানান, সকাল থেকে রাত ৮টা পর্যন্ত কোনো ভারী যানবাহন শহরের ভেতরে প্রবেশ করতে পারবে না এবং এ সময়ের মধ্যে মালামাল ওঠানামাও নিষিদ্ধ। ফুটপথের উপরে দোকানের সামনের সেড নির্মাণ করে দখলদারিত্ব বজায় রাখা ব্যবসায়ীদের দ্র”ত সেড অপসারণ করার নোটিশ দেওয়া হয়।
শহরের সৌন্দর্য এবং পথচারীদের চলাচলের সুবিধার জন্য পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদর নির্দেশনা দিয়ে তিনি বলেন, “সড়কের দুই পাশের ডেকে রাখা মাটি অপসারণের কাজ শনিবার থেকে শুর” করতে হবে।”
এছাড়াও, ফুটপথে অবস্থান করা ভ্রাম্যমাণ স্ট্রিট ফুডের দোকানগুলোকে একটি নির্ধারিত স্থানে স্থানান্তর করার পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি জানান, “আগামী ৩-৪ দিনের মধ্যে ফুটপথ থেকে এসব দোকান সরিয়ে নেওয়ার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”
স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের সহযোগিতায় এ অভিযান আরও কার্যকরভাবে পরিচালিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অভিযানের প্রথম দিন সবার প্রতি সতর্কতা অবলম্বন করা হলেও, পরবর্তীতে নিয়ম লঙ্ঘনকারীদের বির”দ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ অভিযানকে ঘিরে স্থানীয় জনতা ও পথচারীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
এসময় আলমডাঙ্গা পৌর সভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, হাবিবুল করীম চঞ্চল, এমদাদ হোসেনসহ পৌরসভার কর্মকতা কর্মচারীরা উপস্থিত ছিলেন।