আলমডাঙ্গায় “কিশোরকণ্ঠ প্রতিযোগিতা ২০২৪”র পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
আলমডাঙ্গায় “কিশোরকণ্ঠ প্রতিযোগিতা ২০২৪”র পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) স্কলার মডেল স্কুলে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের আয়োজনে এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সদস্য সচিব বায়েজিদ বোস্তামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের আহ্বায়ক হাফেজ মহসিন এমদাদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা অন্বেষণ শিল্পীগোষ্ঠীর পরিচালক আবু রায়হান, ফেমাস কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মোশারফ হোসেন, স্কলার মডেল স্কুলের পরিচালক আতিকুর রহমান শাহাবুল এবং সহকারী পরিচালক মুজাহিদুল ইসলাম মিলন।
আলমডাঙ্গা পৌর শাখা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের আহ্বায়ক আক্তার”জ্জামানের উপস্থাপনায় প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনকে ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থ প্রদান করা হয়। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের সৃজনশীলতা এবং মেধার বিকাশে গুর”ত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অতিথিরা তাদের বক্তব্যে উল্লেখ করেন। অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।