আলমডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলায় বিসিআইসি এবং বিএডিসি সার ডিলারদের সাথে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
এসময় তিনি বলেন, “কৃষির সঠিক উন্নয়ন নিশ্চিত করতে সার সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কার্যকারিতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলায় সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে এই উপজেলার বরাদ্দকৃত সার যাতে অন্য কোনো উপজেলায় পাচার না হয়, তা নিশ্চিত করতে মনিটরিং আরও জোরদার করতে হবে।
আমাদের মূল লক্ষ্য হচ্ছে কৃষকের নিকট সুষমভাবে এবং ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করা। ডিলারদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন কৃষকের সুবিধার কথা মাথায় রেখে সঠিক নিয়মে সার বিক্রি করেন। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। কৃষি উৎপাদনে সার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, তাই এই বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
তিনি আরও বলেন, “উপজেলায় সারের চাহিদা নির্ধারণ এবং সরবরাহে কোনো ধরনের গাফিলতি যেন না হয়। ডিলাররা সঠিক নিয়মে তাদের কার্যক্রম পরিচালনা করলে কৃষকরা ন্যায্যমূল্যে সার পাবে এবং এতে করে উৎপাদন ব্যয় কমে আসবে। এটি শুধু কৃষকের জন্য নয়, আমাদের দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যও গুরুত্বপূর্ণ।”
এছাড়াও সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এস. এম মাহমুুল হক, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, আলমডাঙ্গা থানার এসাআই সঞ্জিত সাহা, উপজেলা বিআরডিবি অফিসের পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা সমবায় অফিসার সরদার মাসুদ রানা, উপজেলা বিসিআইসি সার ডিলার সভাপতি হাজী রফিকুল ইসলাম, উপজেলা বিএডিসি সার ডিলার সভাপতি শেখ আব্দুর জব্বারসহ উপজেলা ১৬টি বিসিআইসি সার ডিলার ও ২৭টি বিএডিসি সার ডিলার উপস্থিত ছিলেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় উপজেলার সার ব্যবস্থাপনা আরও স্বচ্ছ এবং কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।