আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় আদালতের আদেশ অমান্য করে ভূট্টা লাগানোর অভিযোগ
আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক কুষি জমি চাষ করে ভূট্টা লাগানোর অভিযোগ উঠেছে আহার আলী মোল্লা ও শুকলাল মোল্লা গংয়ের বিরুদ্ধে। ২০ নভেম্বর বুধবার ভোর সকালে তারা শরিফুল ইসলামের নিজ নামীয় জমিতে জোরপূর্বক ভ‚ট্টা লাগিয়েছে।
জানাগেছে, উপজেলার ভাংবাড়িয়া গ্রামের ঈদাপাড়ার আব্দুল লতিফের ছেলে শরিফুল ইসলামের সাথে একই গ্রামের মৃত আহমেদ আলী মোল্লার দুই ছেলে আহার আলী মোল্লা ও কাবের আলী মোল্লা এবং মৃত সামজার মোল্লা ছেলে শুকলালের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বেশ কিছুদিন পূর্বে শরিফুল ইসলামের জমির কলাবাগান জোরপূর্বক কেটে দিয়ে জমি দখলের চেষ্টা করলে শরিফুল আদালতে মামলা দায়ের করে। মামলা দায়ের পর তারা আবারও শরিফুল ইসলামের জমিতে যেতে বাধা প্রদান করে। শরিফুল ইসলাম গত ১৮ নভেম্বর শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আদালতে পিটিশন মামলা করেন। আদালত আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জকে ভ‚মি সংক্রান্ত নালিশী পিটিশনে বর্ণিত বিষয়ে চুড়ান্ত নিষ্পপ্তি না হওয়া পর্যন্ত পক্ষদ্বয়ের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রক্ষার জন্য নির্দেশ প্রদান করেন। এচাড়াও বিষয়টি উপজেলা সহকারি কশিনারের অফিসের তদন্তের জন্য প্রেরন করেন। আহার আলী মোল্লা ও কাবের আলী মোল্লা, শুকলাল, খায়রুল মোল্লাসহ বেশ কয়েকজন ২০ নভেম্বর সকালে আদালতের আদেশ অমান্য করে বিবাদমান জমি চাষ করে ভ‚ট্টা রোপন করেছে।
শরিফুল ইসলাম জানান, তার এবং তার বাবার নামে ক্রয় করা জমি ও তার বাবার নামে খারিজ করা। তার জমি অন্য মানুষ জোরপূর্বক দখল করে চাষ করছে। তারা আদালতের আদেশও অমান্য করছে। তিনি প্রশাসনের নিকট সুষ্ট বিচারের দাবী জানিয়েছেন।