১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও প্রদর্শনী

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ২০, ২০২৪
80
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার আলমডাঙ্গা পৌরসভার আয়োজনে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।

র‌্যালির পূর্বে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে জনসাধারণের মাঝে সঠিকভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। হাত ধোয়া প্রদর্শনী উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “পরিস্কার হাত স্বাস্থ্য সুরক্ষার অন্যতম শর্ত। সঠিক সময়ে এবং সঠিক উপায়ে হাত ধোয়ার অভ্যাস আমাদের রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে।” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আলা উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সেলিম রেজা, পৌর সভার সচিব রাকিবুল ইসলাম, প্রধান সহকারি খাইরুল ইসলাম, হিসাব রক্ষক আবুল কালাম আজাদ, টিকাদান সুপারভাইজার বিল্লাল হোসেন, আনিসুর রহমান সিরাজুল ইসলাম, মোস্তাক আহমেদ, রোকনুজ্জামান, আব্দুর জব্বার লিপুসহ আলমডাঙ্গা পৌরসভার সকল স্টাফ। এবারের দিবসের মূল বার্তা ছিল, “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” ।

বক্তারা বলেন, শুধুমাত্র হাত ধোয়ার মাধ্যমে অনেক সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। শিশুদের হাত ধোয়ার বিষয়ে ছোটবেলা থেকেই অভ্যাস করাতে হবে। উল্লেখ্য, এ ধরনের কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলমডাঙ্গা পৌরসভা এ আয়োজনের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত সমাজ গঠনের পথে এগিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram