২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামের বিরুদ্ধে প্রণোদনার মেশিনারিজ আত্মসাৎ করার অভিযোগ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৯, ২০২৪
83
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামের বিরুদ্ধে কৃষকের নামে বরাদ্দকৃত প্রণোদনার কৃষি মালামাল ভাগাভাগির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।


ভুক্তভোগী কৃষক উসমানপুর গ্রামের নাসির মন্ডল জানান, তিনিসহ কেশবপুর ব্লকের পাঁচ কৃষকের একটি গ্রুপের প্রণোদনার কৃষি মেশিনারিজ পেতে ওই ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামের সাথে যোগাযোগ করেন। তিনি সরকারের নির্ধারিত ৪০ হাজার টাকার দিলেই মেশিনারিজের প্যাকেজ দিতে সম্মত হন। এরপর নাসির মন্ডল ৪০ হাজার টাকা আরিফুলের হাতে দিয়ে দেন।


গত বৃহস্পতিবার আলমডাঙ্গা কৃষি অফিসে পদস্থ কর্মকর্তাদের সামনে আনুষ্ঠানিকভাবে নাসির মন্ডলকে মেশিনারিজের প্যাকেজ তুলে দেওয়া হয়। এসময় আনুষ্ঠানিকভাবে ছবিও তোলা হয়।


এরপর প্যাকেজের নির্ধারিত মেশিনারিজের অর্ধেক মালামাল নাসির মন্ডলকে দিয়ে বাকি মালামাল উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম নিজের হেফাজতে রাখেন। পরবর্তীতে ক্ষুব্ধ কৃষক নাসির মন্ডল উপজেলা কৃষি কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ দেন। অভিযোগে জানান, আমগাছের মুকুলে দেওয়া স্প্রে মেশিন, ফসলে দেওয়া স্প্রে মেশিন, ৩ টা এনএলপি মেশিন, পাইপ ও ভুট্টা ভাঙা মেশিন দেওয়ার কথা থাকলেও আরিফুল সব মেশিনারিজ তাকে দেননি। ভুট্টা ভাঙার মুল মেশিনারিজসহ অন্যান্য মালামাল রেখে দিয়েছেন।


অভিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে বলেন, কৃষক নাসির পুরো টাকা দেননি। প্যাকেজের নির্ধারিত টাকার কিছু টাকা তিনিও দিয়েছেন। তাই কিছু মালামাল তিনি রেখে দিয়েছেন।


সরকারি কর্মকর্তা হয়ে কৃষকের প্রণোদনার মালামাল নেওয়া যায় কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা তার ঠিক হয়নি। তিনি পত্রিকায় নিউজ না করতেও অনুরোধ করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram