২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার ভোদুয়ায় জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৯, ২০২৪
72
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার ভোদুয়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সোমবার মাগরিবের নামাজের পর এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্থানীয় নেতাকর্মী এবং এলাকার সুধীজনের উপস্থিতি ছিল লক্ষণীয়।


সমাবেশের সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মুনজিলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর ও জেলা সূরা-কর্মপরিষদের সদস্য দারুস সালাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামী দেশ ও জাতির উন্নয়ন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সৎ নেতৃত্ব গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের এ পথচলায় সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা। তিনি বলেন, “অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সমাজে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। ইসলামিক চেতনায় উজ্জীবিত হয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে হবে।”


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, জামজামি ইউনিয়ন শাখার আমীর ফজলুল হক, বায়তুলমাল সম্পাদক শরিফুল ইসলাম এবং স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের উপস্থাপনা করেন সাদ্দাম হোসেন। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে সার্থক করে তোলে। সমাবেশ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সমাজের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram