ঝিনাইদহ'র সিভিল সার্জন আলমডাঙ্গার ডাক্তার হাদী জিয়াউদ্দিনের পিতৃবিয়োগ: শোক প্রকাশ

ঝিনাইদহ জেলার সিভিল সার্জন আলমডাঙ্গার কৃতি সন্তান ডাক্তার হাদী জিয়াউদ্দিন আহমেদের আব্বা আলী আহমেদ মাস্টার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । বার্ধক্যজনিত রোগে গত শুক্রবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
১৬ নভেম্বর শনিবার সকাল ১০টায় উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে গ্রামের পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়। মরহুমের জানাযায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সমাগম ঘটে।
মৃত্যুকালে তিনি ৫ সন্তান- নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দুআ চেয়েছেন ছেলে ঝিনাইদহ সিভিল সার্জন ডাক্তার হাদী জিয়াউদ্দিন আহমেদ সাঈদ ।
এদিকে, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন "বন্ধু ফোরাম '৯৩"। অনুরূপভাবে, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার আলমডাঙ্গা ব্যুরো পরিবার ও রিপোর্টেরস ফর বেটার আর্থ এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।












