১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার দুর্লভপুর থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১২।। এক মহিলা আটক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৭, ২০২৪
76
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দুর্লভপুর গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১২। এসময় এক মহিলাকে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।


প্রেস রিলিজ মারফত র‌্যাব-১২ জানিয়েছে যে, ১৬ নভেম্বর শনিবার সকালে দুর্লভপুর গ্রামের আব্বাস উদ্দীনের বাড়িতে অভিযান চালিয়ে রান্না ঘরের স্টীলের বাক্সের ভেতর থেকে ১০ কেজি ৮ শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-১২, সিপিসি-৩'র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ পিপিএম, ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এনামুল হকের নেতৃত্বে এ মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় দুর্লভপুর গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী ফজিলা খাতুনকে (৬০) আটক করা হয়।


পরে ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত আলমডাঙ্গা থানায় জমা দিয়ে সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


এদিকে, গ্রামে এ মাদক বিরোধি অভিযান নিয়ে নানা গুঞ্জন ও অসন্তষ্টিকর মন্তব্য শুনতে পাওয়া গেছে। যে বাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, সেই পরিবারের কাউকে আটক কিংবা আসামী করা হয়নি। আসামী করা হয়েছে প্রতিবেশী বিধবা বয়স্ক মহিলা ফজিলা খাতুনকে। যিনি হার্টের জটিল রোগে আক্রান্ত। এক বাড়ি থেকে মাদক উদ্ধার ও অন্য বাড়ির মহিলাকে আসামি করার বিষয়টির ব্যাখ্যা নেই র‌্যাব কর্তৃক প্রদত্ত প্রেস রিলিজ কিংবা এজাহারে। ফলে এ নিয়ে উত্থাপিত নানা প্রশ্নের উত্তর মেলেনি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram