আলমডাঙ্গা উপজেলা অঞ্চলের বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠকে অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলা অঞ্চলের বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর রুহুল আমীন বলেন, ভালো মানুষ না হয়ে ভালো মুমিন হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে কথা ও কাজের মিল থাকতে হবে। আমরা সমাজের মানুষের কাছে একজন দায়ী হিসেবে কাজ করি। তিনি আরো বলেন, আমরা এমন একটা দল করি যা হেরে গেলেও জীত বিজয়ী হলেও জীত এর মাধ্যমে দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই লাভ। আমানত রক্ষার ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলেন কবি মতিউর রহমান মল্লিক লিখেছেন চলো চলো চলো মুজাহিদ পথ যে এখনো বাকি, ভোল ভোল ব্যাথা ভোল মুছে ফেল এই আখিঁ। সকল কথা কাজে আমানত রক্ষা করতে হবে। রুকন হয়ে জীবনকে পরিচ্ছন্ন জীবন-যাপন করতে হবে। আমরা রুকন হতে চাই একজনকে অভিভাবক হিসেবে গ্রহণ করার জন্য। জামায়াতে ইসলামী আপনার সকল কাজে অভিভাবকের ভূমিকা পালন করতে চাই। এছাড়াও তিনি আরো বলেন আমরা আল্লাহ ও তাঁর রাসূলকে বেশি ভালোবাসবো, কাউকে ভালোবাসবো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং কারো ভালোবাসা থেকে বিরত থাকব সেটাও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য।
১৫ নভেম্বর শুক্রবার আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজনে বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার তারবিয়াত বিভাগের সেক্রেটারি জিয়াউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান। তিনি সূরা সফ এর উপর দারসূল কুরআন পেশ করছেন । তিনি বলেন আমাদের মনের ভিতরের সকল প্রকার সন্দেহ সংশয় দূর করে সঠিক বুঝ নিয়ে আল্লাহতাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে হবে। কাপুরুষদের জন্য ইকামাতে দ্বীন প্রতিষ্ঠার এই আন্দোলন নয়।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য আলতাফ হোসাইন, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর দারুস সালাম, গাংনী আসমানখালী থানা আমীর আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, তারবিয়াত সেক্রেটারী বিল্লাল হোসাইন, উপজেলা সহকারী সেক্রেটারি শফিউল আলম বকুল উপজেলা, উপজেলা অফিস সম্পাদক রফিকুল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন আমীর আশাদুল হক, ডাউকী ইউনিয়ন আমীর সজিবুর রহমান, উপজেলা প্রচার বিভাগের সভাপতি ও বেলগাছি ইউনিয়ন সভাপতি মোঃ আমান উদ্দিন, খাসকররা ইউনিয়ন সভাপতি হারুন অর রশিদসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।