কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গণশিক্ষা সমাবেশ অনুষ্ঠিত
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৬, ২০২৪
41
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিদাসপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উদ্যোগে গণশিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর কালিদাসপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পারকুলা গ্রামের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ওয়ার্ডে প্রায় তিন শতাধিক কর্মী ও সহযোগী।
সমাবেশে ওয়ার্ড সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা তারবিয়াত সেক্রেটারি বিলাল হুসাইন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা পৌর জামায়াতের নায়েবে আমির নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির আসাদুল হক, সেক্রেটারি সাদ্দাম হোসেন, বাইতুল মাল সম্পাদক আজিজুল হক, তারবিয়াত সেক্রেটারি হাফেজ আব্দুল মমিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।