চুয়াডাঙ্গায় নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গায় খালেদা আক্তার মুন্নি (২১) নামে এক তরুণীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি-বোয়ালমারি মাঠ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।
নিহত নারী আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইদগাহ পাড়ার খোয়াজ আলীর মেয়ে। তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন নিহত মুন্নি। মুন্নিকে তার প্রথম স্বামী তালাক দেওয়ার পর সে খারাপ পথে পা বাড়িয়ে দেয়।
স্থানীয়রা জানায়, ওই নারীকে কৌশলে ডেকে এনে দুর্বৃত্তরা ধর্ষণের পর হত্যা করে মরদেহ পালিয়ে যায়। মরদেহ উলঙ্গ অবস্থায় পড়েছিল এবং পাশে বোরকা, ওড়না, জামা, পায়জামা ও ভ্যানেটি ব্যাগ পড়েছিল। কয়েকদিন আগে তাকে হত্যা করা হয়েছে। মরদেহের শরীরে পোকা ধরেছে। শেয়ালে না খাওয়ায় মরদেহ অক্ষত অবস্থায় ছিল। এই এলাকায় এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা আগে ঘটেনি বলে জানান তারা।
বৃহস্পতিবার সকালে হাজরাহাটি-বোয়ালমারি মাঠে পানের বরজে কাজ করতে আসে শ্রমিকরা। এসময় একটি পান বরজের পাশে নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে জানায়। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রনয়ন করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে ঘটনার পরপরই চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সিআইডির ক্রাইমসিনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, সকালে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিক ভাবে মরদেহ দেখে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড।