আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে মাসিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে মাসিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বুধবার বিকাল ৩টায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির দারুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের নেতৃত্বের ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে, যার জন্য দাওয়াতী যোগাযোগের মাধ্যমে রুকন ও কর্মী সংখ্যা বৃদ্ধি প্রয়োজন। তিনি প্রশিক্ষণমূলক প্রোগ্রাম বৃদ্ধির ওপর জোর দেন, যাতে ট্রেড ভিত্তিক কাজ আরও প্রচারিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহা. মামুন রেজা, সহকারী সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, অফিস সেক্রেটারি রফিকুল ইসলাম, প্রশিক্ষণ সেক্রেটারি বিলাল হোসাইন, অর্থ বিভাগের সেক্রেটারি তরিকুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।