আলমডাঙ্গায় শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার ও পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের প্রশিক্ষণ অনুষ্ঠিত
আলমডাঙ্গায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার ও পল্লী মাতৃকেন্দ্র(আরএমসি) কার্যক্রমের সম্পাদিকা ও সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কৃষি অফিসের হরুমে দুটি পর্বে সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সেমিনারে উপজেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সেমিনার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। পল্লি মাতৃকেন্দ্র (আরএমসি) কার্যক্রমের সম্পাদিকা ও সদস্যদের প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক আবু তালেব।
সেমিনার ও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার শামীমা নাছরীন, সালমা খাতুন, ইউনিয়ন সমাজ কর্মি খোদা বক্স, হাফিজুর রহমান, শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, রুমা খাতুন, শামিম আলী, পল্লি মাতৃকেন্দ্র ও গ্রাম কমিটির সভাপতি সম্পাদকের মধ্যে আফিল উদ্দিন, রিজিয়া খাতুন, জেসমিন বেগম, সালমা খাতুন, মোমেনা খাতুন, জেসমিন খাতুন, জসিম উদ্দিন, হযরত আলী, হাসমত আলীসহ ৪০ জন উপস্থিত ছিলেন।