আলমডাঙ্গায় আবুল হোসেন নামের এক বৃদ্ধ দিনমুজুরের লাশ পুকুরের পানি থেকে উদ্ধার
আলমডাঙ্গায় আবুল হোসেন (৭৫) নামের এক বৃদ্ধ দিনমুজুরের লাশ পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়েছে। ১০ নভেম্বর ইটভাটায় দিনমুজুরের কাজ ঠিক করতে গিয়ে দরিদ্র বৃদ্ধ আর বাড়ি ফেরেননি। ১১ নভেম্বর সোমবার বেলা ১০টার দিকে পুকুরে বৃদ্ধের লাশ ভাসতে দেখে পুলিশে সংবাদ দিলে আলমডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে।
মৃত বৃদ্ধ আবুল হোসেন আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের সর্দ্দার পাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
প্রতিবেশিরা জানান, বৃদ্ধ আবুল হোসেন দিনমুজুরের কাজ করতেন। ১০ নভেম্বর সকালে বেলগাছী ইউনিয়নের ফরিদুপর গ্রামের সেলিমের ইটভাটায় কাজ ঠিক করার বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। গতকাল সকালে ইট ভাটায় যাওয়ার রাস্তার পাশের পুকুরে বৃদ্ধের লাশ ভাসতে দেখে থানা পুলিশে সংবাদ দেওয়া হয়। আলমডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরিবার ও এলাকাবাসী জানান যে বৃদ্ধের মৃগি রোগ ছিল। আগুন ও পানির নিকট গেলে তার রোগ প্রকট হয়ে উঠতো।
বৃদ্ধের বোন আরবিয়া জানান, তার ভাই আবুল হোসেনের মৃগী রোগ ছিল। কিছুদিন পূর্বে তার বাড়িতে গিয়ে আবুল হোসেনের মৃগী রোগ বেড়ে যায়। পরে আস্তে আস্তে ভাল হয়।
বৃদ্ধের ছেলে নূর ইসলাম জানান, তার পিতা আবুল হোসেন ছোট থেকে এ রোগে আক্রান্ত । যে কোন সময় তার এই রোগ বৃদ্ধি পায়। কয়েকদিন আগেও মসজিদে নামাজ পড়তে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে বাড়িতে নিয়ে গেলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, ফরিদপুর দোয়ারপাড়ার একটি পুকুরে লাশ ভাসছে সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে জানা যায় যে বৃদ্ধের নাম আবুল হোসেন। তিনি দিনমুজুরের কার করতেন। পরিবারের লোকজন জানান বৃদ্ধের মৃগী রোগ ছিল। পরিবারের লোকজনের কোন দাবী না থাকায় দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।