আলমডাঙ্গার ঘোষবিলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কেটে জমি দখলের পাঁয়তারা
আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এম এম সোহেল এহসান নামের এক ব্যক্তির জমিতে থাকা গাছ কেটে জমি দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে,আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামের মৃত আতিউর রহমানের ছেলে এম এম সোহেল এহসানের সাথে কুষ্টিয়া কোর্টপাড়ার মৃত আব্দুল মতিনের ছেলে এটিএম রুহুল আমিনের সাথে জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব বিরোধ রয়েছে। এই ঘটনায় ঘোষবিলা মৌজায় আর এস ৪৯ নং খতিয়ানের আর, এস ২১৩, ২১৫,২৭০,২২২,২২৩ ও ২২৬ দাগে ৮৮ শতক জমির বিষয়ে আদালতে মামলা চলমান আছে । উক্ত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের পিটিশন অনুযায়ী গত ৩ এপ্রিল ১৪৫ (১) ধারা আদেশ জারি করেন।
আদালতের এই আদেশ অমান্য করে বিবাদ এটিএম রুহুল আমিন তার সহযোগিদের নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গত ০৯/১১/২৪ তারিখে জোর পূর্বক জমিতে প্রবেশ করে ২৬টি কলাগাছ,৫টি আম গাছ,১০টি বাঁশ ও ১ টি সজনে গাছ কেটে তছরুপ করে প্রায় ১ লাখ টাকা ক্ষতি সাধন করেন। সেই সাথে বাদি সোহেল এহসানকে বিভিন্নভাবে বিবাদ হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।