১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির পদযাত্রায় হামলা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিমসহ ৬ জন গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১১, ২০২৪
68
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিমসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৯ নভেম্বর দিনগত রাতে তাদেরকে গ্রেফতার করে পরদিন ১০ নভেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে। বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতারকৃত আসামীরা হলেন - পাঁচকমলাপুর গ্রামের মৃত সৈয়দ আলী মন্ডলের ছেলে খাদিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল (৬৩), খাদিমপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্বাস আলী (২৪), একই গ্রামের আশাদুল ইসলামের ছেলে আনারুল ইসলাম আনন্দ(২৮), বেলগাছী গ্রামের জয়নাল মন্ডলের ছেলে কামাল হোসেন (৫৩), ওসমানপুর গ্রামের মৃত ফজলু হোসেনের ছেলে আসানুজ্জামান ঝন্টু (৪৫) ও ভোদুয়া গ্রামের মৃত তৈহির উদ্দিনের ছেলে ইছাহক আলী(৫০)।

ইতোপূর্বে লক্ষীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসীন আলী বাদী হয়ে ৯ নভেম্বর রাতে ৪২ জনের নাম উল্লেখসহ আরও ৫০/৬০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।


মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ২০২৩ সালের ১১ ফেব্রæয়ারি বেলা সাড়ে ৩টায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসুচি থাকায় মহাসিন আলীসহ ৩০/৪০ জন বিএনপি নেতাকর্মি পদযাত্রায় অংশ গ্রহণের জন্য যাচ্ছিলেন। খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের হায়দার মোড়ে পৌঁছলে আওয়ামীলীগের উশৃংখল নেতা-কর্মিরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, মারপিট করে ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। ৫ টি মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, গত বছর কেন্দ্র ঘোষিত পদযাত্রায় অংশ নিতে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram