আলমডাঙ্গা ষ্টেশনপাড়ার কিশোর জিসান হারানো প্রায় ৪৮ ঘন্টা পর পাওয়া গেছে
আলমডাঙ্গা ষ্টেশনপাড়ার কিশোর জিসান হারানো প্রায় ৪৮ ঘন্টা পর পাওয়া গেছে। ১০ নভেম্বর রবিবার দুপুরে জিসানকে কুষ্টিয়া থেকে বাসে উঠিয়ে দিয়ে লালব্রিজে নামিয়ে দিতে বলে। বাসের কয়েকজন যাত্রী জিসানকে নামিয়ে একটি ভ্যানে উঠিয়ে তার বাড়িতে দিয়ে আসতে বলে ভ্যান চালকে । জিসান ৮ নভেম্বর শুক্রবার সকালে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার ষ্টেশন সড়কের ষ্টেশনপাড়ার আমিরুল ইসলামের ছেলে জিসান (১২)। জিসান মানসিক প্রতিবন্ধি। সে ওমেকা চাইল্ড হোমের দ্বিতীয় শ্রেনির ছাত্র। সে তার নিজের খেয়াল খুশি মতে চলতে পছন্দ করে। জিসান শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে তার ছোট সাইকেল নিয়ে বের হয়ে যায়। রবিবার দুপুরে একটি ভ্যান চালক এলাহী নগরের রাকিবুল তার ভ্যানে করে জিসানের বাড়িতে নিয়ে আসে। ভ্যান চালক জানায়, কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা গামী একটি যাত্রী বাহী বাসের কয়েকজন যাত্রী জিসানকে বাস থেকে নামিয়ে তার ভ্যানে উঠিয়ে দেয়। জিসান ছিল খালি গায়ে। কে বা কারা জিসানের সাইকেটি কেড়ে নিয়ে তাকে কুষ্টিয়ায় নিয়ে যায়। জিসানকে পাওয়ার পর দুপুরে তার নানা সাথে করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, আলমডাঙ্গা ষ্টেশনপাড়ার জিসান নামে একটি ছেলে ৮ নভেম্বর হারিয়ে যায়। তার নানা সাধারন ডায়েরী করে। জিসানের সন্ধান পাওয়ার পর তার নানা শওকত আলী তাকে থানায় নিয়ে আসে।