আলমডাঙ্গার হারদী কৃষি ক্লাব মাঠে আলী আহম্মদ চাঁদতারা ফুটবল টুর্নামেন্টু উদ্বোধন
আলমডাঙ্গার হারদী কৃষি ক্লাব মাঠে আলী আহম্মদ চাঁদতারা ফুটবল টুর্নামেন্টু উদ্বোধন করা হয়েছে। ১০ নভেম্বর রবিবার বিকেলে হারদী কৃষি ক্লাব মাঠে ৩২ দলের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় দৌলতপুর শশীধরপুর একাদশকে ০-১ গোলে হারিয়ে গাংনী মালশাদহ একাদশ জয় লাভ করে।
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন আয়োজক কমিটির ক্যাশিয়ার সুমন বিশ্বাস ও বিএনপি নেতা মহিনুল ইসলাম।
উদ্বোধনী খেলায় বিএনপি নেতা মহিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রবিউল ইসলাম মেম্বার, ছানোয়ার মেম্বার, আজাদ মেম্বার, সাবু মেম্বার, শহীদ মেম্বার, আব্দুল রহমান, জহুরুল ইসলাম মাস্টার, আলো, আরিফ খান, নাসির, নাজমুল, আজিম। আয়োজক কমিটির সভাপতি ময়েন আলীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সাধারন সম্পাদক শৈয়ার হোসেন, তৈয়ব মোল্লা, সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম, প্রচার সম্পাদক সাজু মালিথা, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, হারদী কৃষিক্লাবের সভাপতি শাহরাজ আহসান রাজীব, জসিম উদ্দিন প্রমুখ।