আলমডাঙ্গা বালক সংঘ সার্বজনীন দূর্গা মন্দিরে কাত্যায়নী পূজা পরিদর্শন করলেন শরীফুজ্জামান
আলমডাঙ্গা বালক সংঘ সার্বজনীন দূর্গা মন্দিরে কাত্যায়নী পূজা পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ। ৯ নভেম্বর শনিবার সন্ধ্যার পর তিনি নেতাকর্মিদের সাথে নিয়ে আলমডাঙ্গা ক্যানেলপাড়া বালক সংঘ সার্বজনীন দূর্গা মন্দিরে ১৩ তম কাত্যায়নী পূজা পরিদর্শন করেন।
কাত্যায়নী পূজা পরির্দশনকালে জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলে কোন শব্দ নেই। আমরা একই রাষ্ট্রের নাগরিক। আলমডাঙ্গায় ৫১ টি পুজা মন্ডপ আছে। গত দুর্গোৎসবে আমি প্রত্যকটি পুজা মন্ডপে গেছি। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী আপনাদের সাথে মিলেমিশে দুর্গোৎসব উৎসবমুখরভাবে পালিত হওয়ায় ভুমিকা রেখেছে। তিনি বলেন, প্রত্যকটি পূজা মন্ডপেই কিছু না কিছু সমস্যা রয়েছে। কোথাও মন্ডপে যেতে রাস্তা নেই। তিনি আশ্বস্ত করে বলেন, আগামী সংসদ নির্বাচনে আমি জয়ী হলে কিংবা না হলেও আপনাদের পাশে থাকবো। আমি চাই একটি সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনে আপনারা আপনাদের ভোট স্বাধীনভাবে দিতে পারেন।
শরীফ আওয়ামীলীগকে ঈঙ্গিত করে বলেন, একটি দল বছরের পর বছর আপনাদের ব্যবহার করে রাজনীতি করেছে। বিএনপি কোন সময়ই আপনাদের ওপর আক্রমন করেনি। বিএনপি আপনাদের জন্য নিরাপদ। আসুন আমরা ও আপনারা মিলে একসঙ্গে দেশের উন্নয়নের জন্য কাজ করি।
আলমডাঙ্গা বালক সংঘ সার্বজনিন দূর্গা মন্দিরে কাত্যায়নী পূজা উৎযাপন কমিটির সভাপতি সঞ্জিত পোদ্দার কেটুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এমদাদুল হক ডাবু, পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মালিথা মোমিন, জেলা যুবদলের যুগ্মসম্পাদক জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম সালাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি এহসানুল হক স্বরাজ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য পরিমল কুমার ঘোষ কালু, চুয়াডাঙ্গা সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, পৌর সহসাধারন সম্পাদক মহাবুল হক মাস্টার, মকলেছুর রহমান মিলন, পৌর সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও বালক সংঘ শ্রী শ্রী দূর্গা মন্দিরে কাত্যায়নী পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক সোহাগ ভট্টাচার্য শুভর উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, বিএনপি নেতা আব্দুর রশিদ মালিথা, আওয়াল কবীর, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আতিক হাসান রিংকু, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান রাজুসহ উপজেলা, পৌর ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মিরা এবং বালক সংঘ শ্রী শ্রী দূর্গা মন্দির ও কাত্যায়নী পূজা উৎযাপন কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।