আলমডাঙ্গা পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন
আলমডাঙ্গা পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। ৮ নভেম্বর শুক্রবার আলমডাঙ্গা ওয়াপদা কলোনীর মাঠে আলোচনা সভা শেষে কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় বিশিষ্ঠ ব্যবসায়ী শাহ সিরাজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফারুক হোসেন, রফিক আর্মি, কামরুজ্জামান, আনিসুর রহমান, এমদাদুল হক হিমেল, মজিবার রহমান, হাফিজুর রহমান, ফারুক আহমেদ, আরিফুল ইসলাম জনি, টোকন, আনিস, রাকিব, নয়ন, নাজমুল, আশাদুল হক কালু প্রমুখ।
এসময় বক্তরা বলেন, সরকারি কোনো নীতিমালা না থাকায় ব্যবসায়ী সিন্ডিকেট বাজার অনেকটা দখল করে রেখেছে। প্রতিযোগিতায় টিকতে না পেরে লোকসানে ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বাজারে ডিম ও মুরগির দাম বৃদ্ধি পেলেও তৃণমূল পর্যায়ের খামারিরা তাতে লাভবান হচ্ছেন না। বেকার যুবকেরা ঋণ নিয়ে খামার করেছিলেন, হঠাৎ করে মুরগির খাবারের দাম বাড়ায় অনেক খামারি হতাশ হয়ে পড়েছেন। পোলট্রি শিল্প বাঁচাতে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন বলে মনে করেন বক্তরা।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে কামরুজ্জামানকে সভাপতি ও এমদাদুল হক হিমেলকে সাধারন সম্পাদক করে আলমডাঙ্গা পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতির কমিটি ঘোষনা করা হয়। এছাড়াও কমিটির সহসভাপতি আনিসুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মজিবার রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, ক্যাশিয়ার ফারুক আহমেদ। সকল সদস্যদের নাম পরবর্তীতে ঘোষনা করা হবে।