আমেরিকার সিনিয়র ঔষধ প্রযুক্তি বিজ্ঞানী ড. মাসুদ পারভেজ'র পিতার চেহলাম অনুষ্ঠিত
আমেরিকার সিনিয়র ঔষধ প্রযুক্তি বিজ্ঞানী ড. মাসুদ পারভেজ'র প্রয়াত পিতা আয়ুব আলীর চেহলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ নভেম্বর শুক্রবার বাদ জুমা আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের নিজ বাড়িতে এ উপলক্ষে দু‘আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দু‘আ অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লি, আত্মীয় পরিজনসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
দু‘আ অনুষ্ঠানে পরিচালনা করেন মাওলানা আবুল বাশার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক আব্দুর রহমান, মরহুম আয়ুব আলীর ভাই পাঁচলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দীকুর রহমান, পাইকপাড়া জনকল্যান মাধ্যমিক বিদালয়ের রফিকুল ইসলাম, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপুসহ কয়েকশ ধর্মপ্রাণ মুসল্লি, আত্মীয় পরিজন।
আয়ুব আলী দু বছর পূর্বে গত ২০২২ সালের ৬ নভেম্বর হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দু'আ চেয়েছেন একমাত্র সন্তান ঔষধ প্রযুক্তি বিজ্ঞানী ড. মাসুদ পারভেজ। ড. মাসুদ পারভেজ আমেরিকার প্রসিদ্ধ ঔষধ কোম্পানির সিনিয়র ঔষধ প্রযুক্তি বিজ্ঞানী হিসেবে কর্মরত।
চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার এই কীর্তিমান তরুণ সম্প্রতি আমেরিকান অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্টস সোসাইটির বিশেষায়িত বিভাগ ফার্মাকোকাইনেটিস, ফার্মাকো ডায়নামিকস এবং ড্রাগ মেটাবলিজম কমিউনিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছেন।
এটি ১২০০ জনের ও বেশী বিজ্ঞানী নিয়ে গঠিত একটি বিভাগ! AAPS-তে সারাবিশ্ব থেকে সর্বমোট ৬২ হাজার বিজ্ঞানী ও ছাত্রছাত্রী সদস্য আছে।