আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি গঠন : সভাপতি রফিকুল সম্পাদক আব্বাস উদ্দিন
অবশেষে আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ৭ নভেম্বর উপজেলার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়েছে।
এরশাদপুর অ্যাকাডেমিতে অনুষ্ঠিত ওই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পাঁচলিয়া জামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী। সভায় সসর্বসম্মতিক্রমে আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দীন। মোট ৫১ সদস্য বিশিষ্ট ওই উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি গঠন করা হয়েছে।
এ মতবিনিময় সভা সিনিয়র হিসেবে তত্বাবধান করেন প্রধান শিক্ষক তৈয়ব আলী, ফজলুল হক শামিম, রফিকুল ইসলাম, আনোয়ারুল ইসলাম সাগর, মশিউর রহমান প্রমুখ।