১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ৮, ২০২৪
71
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে বিএনপির কার্যালয়ে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।


আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান পিন্টু বলেন, ১৯৭১ সালে শহীদ রাস্ট্রপতি তৎকালিন মেজর জিয়াউর রহমান দেশ স্বাধীনের ঘোষনা দিয়েছিলেন। দেশে যখন যুদ্ধ শুরু হয় তখন কোথায় ছিলেন আওয়ামী লীগ নেতৃববৃন্দ ? আপনারা ভারতে গিয়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করে ছিলেন। দেশ স্বাধীনের পর আপনারা দেশে এসে ক্ষমতায় বসে মুক্তিযোদ্ধাকে একটি প্রাইভেট কোম্পানীতে পরিনত করেছিলেন। শেখ মুজিবুর রহমান ক্ষমতায় বসার পর ১৯৭৪ সালে এ দেশে দুর্ভিক্ষ পরিনত হয়েছিল, সে কথা এদেশের মানুষ ভুলে যায়নি। এ দেশের মানুষ এবং কুকুর ড্রেনের ভাত খেয়ে জীবন ধারণ করেছিল। এদেশের মা বোনেরা মশারির জাল পরে লজ্জা নিবারণ করেছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর এদেশের সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে দুর্নীতি, স্বজনপ্রীতি, অন্যায় অত্যাচার, সামাজিক বিশৃঙ্খলা একদলীয় শাসনের যাতাকলে পড়ে গোটা জাতি যখন বিধ্বস্ত ঠিক সেই মুহূর্তে ৭ নভেম্বর এক মহান বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতায় নিয়ে আসা হয়। তিনি বলেন, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনার মধ্য দিয়ে যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল। আর ২০২৪ সালে ছাত্র-জনতা আমরা ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন করেছি সেটা ফ্যাসিবাদি সরকার বিরুদ্ধে। সেই আন্দোলনে ফ্যাসিবাদি সরকার উৎখাত হয়েছে।


আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল খালেক, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান মিলন, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুড্ডু, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হক, সাধারণ সম্পাদক লালন মিয়া, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা নাসির উদ্দিন, রহিদুল ইসলাম, হাফিজুর রহমান চমক, সাবেক কমিশনার আব্দুর রাজ্জাক, বরকত আলী, আমিনুল ইসলাম নান্নু, উপজেলা যুবদলের সদস্য সচীব রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীন আলম বাবু, পৌর যুবদলের সদস্য সচীব সাইফুদ্দীন কনক, যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, হারদী ইউনিয়ন যুবদল নেতা বাবুল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচীব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসান রিংকু, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব রাজিব আহম্মেদ রাজু প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram