আলমডাঙ্গার নূর মাদানী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আলমডাঙ্গার নূর মাদানী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সারাদেশের চেয়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় শীত একটু বেশি। শীতের আগাম প্রস্তুতি হিসেবে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠা নূর মাদানী সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান প্রবাসী মানিক মিয়া এ শীত বস্ত্রের ব্যবস্থা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক কার্যক্রমের সাথে নিজেকে যুক্ত রেখেছেন। তিনি নূর মাদানী সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে অসহায়,দরিদ্র মানুষ সাহায্য সহযোগীতা করে আসছেন।
আলমডাঙ্গায় নূর মাদানী সমাজ কল্যাণ সংস্থা শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছেন। গোবিন্দপুর, থানাপাড়া, এরশাদপুর এলাকায় এ সকল শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এছাড়া নূর মাদানী সমাজ ক্যলাণ সংস্থা ইতোপূর্বে নওদাবন্ডবিল হাফেজিয়া মাদ্রসা ও লিল্লাহ বোর্ডিংয়ে খাবার বিতরন, বন্যার্তদের সাহায্যের জন্য নগদ অর্থ প্রদান, এরশাদপুর একাডেমির নতুন মসজিদ নির্মাণের জন্য সিমেন্ট প্রদান, অসহায় দরিদ্র মানুষের মাঝে চাউল বিতরন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যূত্থানে স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়ে যায়। স্বৈরাচারী সরকার পতনের পর প্রিয় আলমডাঙ্গা শহরের পুঞ্জিভূত জঞ্জাল পরিষ্কার ও শহরের গুরুত্বপূর্ণ স্থানের প্রাচীর ও দেয়ালে গ্রাফিতির বর্ণালী রঙের তুলির আঁচড়ে মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করছেন বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের শিক্ষার্থিরা।
বাস্তব জীবনের তিক্ত অভিজ্ঞতাজাত শ্লোগানও গুরুত্ব পাচ্ছে সেই গ্রাফিতিতে। শিক্ষার্থীদের এ কাজকে নূর মাদানী সমাজ কল্যাণ সংস্থা স্বাগত জানান, অভিনন্দিত করেন। এই দেশেতে জন্ম নিয়ে গর্ববোধ করি, সোনার বাংলা সোনার দেশ, সবাই মিলে গড়ি এই শ্লোগানে নূর মাদানী সমাজ কল্যাণ সংস্থা প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর দুপুরে খাওয়ার ব্যবস্থা করেন।