আলমডাঙ্গা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষে অনুদান বিতরণ
আলমডাঙ্গা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষে ১জনকে মুদিদোকানের মালামাল, একজনকে ভ্যানগাড়ি ও একজনকে গাভী গরু বিতরণ করা হয়েছে। উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরের ৩য় ও ৪র্থ কিস্তির উপকরন ও আর্থিক অনুদান বিতরণ করা হয়। ৬ নভেম্বর আলমডাঙ্গা সমাজসেবা অফিসের আয়োজনে এ অনুদান বিতরণ করা হয়।
অনুদান হিসেবে কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের বাচেনা খাতুনকে একটি গাভী গরু, আইলহাস ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের রিজিয়া খাতুনকে মুদিদোকানের মালামাল ও বাড়াদি ইউনিয়নের চম্পা খাতুনকে একটি ভ্যান গাড়ী তাদের হাতে তুলে দেওয়া হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইলহাস ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ^াস, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ আসাদুল হক মিকা, আইলহাস ইউনিয়নের হারুন অর রশিদ, আবু হানিফ, কালিদাসপুর ইউপি সদস্য নজরুল ইসলাম, সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার শামীমা নাসরিন, ইউনিয়ন সমাজ কর্মী শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, হাফিজুর রহমান।