১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা গাংবাড়ী কালি পূজা মন্দির পরিদর্শন করলেন জেলা বিএনপির সদস্য সচিব শরীফ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ৪, ২০২৪
80
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা গাংবাড়ী কালি পূজা মন্দির পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ। ৩ নভেম্বর রবিবার সন্ধ্যার পর তিনি নেতাকর্মিদের সাথে নিয়ে আলমডাঙ্গা গাংবাড়ী কালি পূজামন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপ পরির্দশনকালে তিনি বলেন, চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গায় শারদীয় দুর্গোৎসব মহানন্দে উদযাপিত হয়েছে। মোট ৬৯ টি পুজা মÐপের প্রত্যকটিতে আমি গিয়েছি। মন্ডপের নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়েছে। এতে আপনাদের সাথে আমার একটা হৃদ্যতাপুর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছে।


তিনি বলেন, বিগত সরকারের আমলে আপনাদেরকে ব্যবহার করা হয়েছে। বিএনপি কখনও আপনাদেরকে ব্যবহার করেনি। আমরা আপনাদের পাশে মিলেমিশে থাকতে চাই।


তিনি বলেন, আমরা দেশে গনতন্ত্র ফেরাতে এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘবছর ধরে সংগ্রাম করে যাচ্ছি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন দেশে একটি অন্তর্র্বতীকালীন সরকার রয়েছে। আগামীতে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেলে আমরা আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, রাষ্ট্র এবং সমাজের প্রত্যকটি জায়গায় ভাল মানুষকে বসাতে হবে। এজন্য ভাল মানুষকে নির্বাচিত করতে হবে। তাহলে সমাজ ভাল হয়ে যাবে।


আলমডাঙ্গা গাংবাড়ি কালি মন্দির কমিটির সভাপতি লিপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিশ্বজিৎ সাধুখা,ঁ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য পরিমল কুমার ঘোষ কালু, চুয়াডাঙ্গা সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, জেলা জাসাসের সাধারন সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর সহসাধারন সম্পাদক মহাবুল হক মাস্টার, মকলেছুর রহমান মিলন, পৌর সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান।


হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি অসীম কুমার সাহার উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন কনক, পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ মালিথা,


উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব আহমেদ রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের কামরুজ্জামান হিমেল, সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত, উপজেলা ছাত্র দলের আহবায়ক জাহিদ হাসান শুভ, পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান রাজু সহ উপজেলা, পৌর ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram